জলবায়ু সম্মেলন

ক্ষতিপূরণ নিয়ে সমঝোতা হলেও জীবাশ্ম জ্বালানি নিয়ে অগ্রগতি নেই

জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোর জন্য আর্থিক সহায়তা দিতে তহবিল গঠনের বিষয়ে একটি চুক্তিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। আফ্রিকার দেশ মিসরে কপ-২৭ সম্মেলনে এমন সমঝোতায় পৌঁছেছে সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

শনিবার গভীর রাতে মিসরের অবকাশযাপন কেন্দ্র শার্ম আল শেখে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ঐতিহাসিক ‘লস অ্যান্ড ড্যামেজ’ চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়। এ সময় করতালির শব্দে সম্মেলনকক্ষ মুখর হয়ে উঠে।

ক্ষতিপূরণের চুক্তি হলেও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে কোনও সমঝোতা হয়নি। বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখতে একটি আন্তর্জাতিক চুক্তির ব্যাপারেও কোনও অগ্রগতির খবর পাওয়া যায়নি। ঝুঁকিতে থাকা দেশগুলো এবং পরিবেশকর্মীরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কোনও চুক্তি না হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

এবারের সম্মেলনের প্রথম থেকেই ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সামনে উঠে আসে। এর ধারাবাহিকতায় শেষ পর্যন্ত শনিবার রাতে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের ঘোষণা আসে। তবে চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলো ক্ষতিপূরণ বাবদ পাওনা অর্থ গরিব দেশগুলোকে কিভাবে পরিশোধ করবে সেটি এখনও স্পষ্ট নয়।COP27 Reuters

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের ফলে সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যায় নিমজ্জিত হয় পাকিস্তান। এতে প্রায় ১৭শ’ মানুষের মৃত্যু হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল আনুানিক ৪০ বিলিয়ন ডলার। আফ্রিকাসহ বিশ্বের অন্যান্য অঞ্চলেও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়। এমন বাস্তবতায় এবারের কপ সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে ক্ষয়ক্ষতির বিষয়টি জোরালোভাবে সামনে উঠে আসে।

দুই সপ্তাহ আগে ঝুঁকিপূর্ণ দেশগুলোর শক্তিশালী বিবৃতি দিয়ে শুরু হয়েছিল এবারের শীর্ষ সম্মেলন। রবিবার চুক্তি স্বাক্ষরের পর এ নিয়ে সন্তোষ প্রকাশ করেন পাকিস্তানের জলবায়ু বিষয়ক মন্ত্রী শেরি রেহমান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, চুক্তিতে তিনি খুব খুশি।

এবারের সম্মেলনে অংশ নিয়েছেন ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। বন উজাড়ের অবসান ঘটানো এবং দুনিয়ার ফুসফুস হিসেবে পরিচিত আমাজন বন পুনরুদ্ধারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।