বুরুন্ডির শরণার্থীদের অন্য দেশে সরিয়ে দেবে রুয়ান্ডা

গত এপ্রিল থেকে বুরুন্ডি ছেড়েছে কয়েক হাজার মানুষবুরুন্ডি থেকে আসা শরণার্থীদের অন্য দেশে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে রুয়ান্ডা। প্রায় ৭০ হাজার শরণার্থীকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছে দেশটির সরকার।
বুরুন্ডির সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রুয়ান্ডা শরণার্থীদের অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে বলে অভিযোগ ওঠার পর এমন পরিকল্পনার কথা জানানো হলো। তবে কোন দেশে শরণার্থীদের স্থানান্তর করা হবে তা জানানো হয়নি।
রুয়ান্ডার প্রস্তাবের ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
গত এপ্রিলে প্রেসিডেন্ট পিয়েরে নকুরুনজিজা তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে বুরুন্ডিতে অস্থিতিশীলতা চলছে। এ পর্যন্ত দেশটিতে সহিংসতায় ৪শর’ও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। দেশছাড়া হয়েছে ২ লাখ ৪০ হাজার মানুষ।  
গত সপ্তাহে জাতিসংঘ প্যানেলের প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের মে ও জুন মাসে রুয়ান্ডার একটি ক্যাম্পে বুরুন্ডির শরণার্থীদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে অভিযোগটি নাকচ করে দিয়েছে রুয়ান্ডা সরকার। এ ধরনের অভিযোগকে বুরুন্ডির মূল সমস্যা থেকে দৃষ্টি ফেরানোর চেষ্টা বলে দাবি করেছে রুয়ান্ডা। সূত্র: বিবিসি

/এফইউ/