যুক্তরাষ্ট্র সফরে ইমানুয়েল ম্যাক্রোঁ

বাণিজ্য ও ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফরে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার সস্ত্রীক দেশটিতে এ সফরে যান তিনি। এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স ২৪।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের মেয়াদে এই প্রথম হোয়াইট হাউজে পা রাখছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ওয়াশিংটন ও প্যারিসের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ফলে ম্যাক্রোঁকে সম্মানজনকভাবে হোয়াইট হাউজে স্বাগত জানানো হবে।

ইউক্রেনে রুশ আগ্রাসন মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নে প্যারিসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সফরে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও ওয়াশিংটনে নাসার সদর দফতরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে মহাকাশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন তিনি।