জার্মানির উচিত ইরান থেকে গ্যাস কেনা: এএফডি

দেশের জ্বালানি চাহিদা মেটাতে জার্মানির উচিত ইরান থেকে গ্যাস কেনা। এমন মন্তব্য করেছেন জার্মানির অতি রক্ষণশীল রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)-র নেতা টিনো ক্রুপাল্লা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জার্মান সংবাদপত্র ডাই ওয়েল্টের সঙ্গে আলাপকালে টিনো ক্রুপাল্লা বলেন, এএফডি এমন পররাষ্ট্রনীতি চায় যেখানে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে।

তিনি বলেন, আমরা যদি রুশ গ্যাসের অভাব পূরণ করতে চাই, তাহলে আমাদের প্রত্যেক সরবরাহকারীকে প্রয়োজন পড়বে। যতটা সম্ভব স্বাধীন হতে হলে আমাদের ইরান থেকে গ্যাসও কিনতে হবে।

রাশিয়ার পাশাপাশি ইরানে গ্যাসের ব্যাপক মজুদ রয়েছে। জার্মান-ইরানিয়ান চেম্বার অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স বলছে, সাম্প্রতিক বছরগুলোতে তেহরান থেকে বার্লিনে গ্যাস আমদানির পরিমাণ খুব উল্লেখযোগ্য কিছু নয়। এর পরিমাণ খুবই কম।

এএফডি মূলত জার্মানির একটি ডানপন্থী পপুলিস্ট রাজনৈতিক দল। দলটি ইউরোপীয় ইউনিয়নের বিরোধিতার পাশাপাশি জার্মানিতে অভিবাসন, বিশেষ করে মুসলিম অভিবাসনের ঘোর বিরোধী।