জাতিসংঘের বিশেষ দূত থেকে সরে দাঁড়ালেন অ্যাঞ্জেলিনা জোলি

২০ বছরের বেশি সময় জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) দূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তবে আন্তর্জাতিক সংস্থাটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। শনিবার (১৭ ডিসেম্বর) বিবিসি তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

৪৭ বছর বয়সী হলিউড অভিনেত্রী জোলি বলেন, জাতিসংঘের অনেক কর্মসূচি রয়েছে যেগুলোতে কাজ করে যাবো। আমি শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়াতে আগামীতে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাবো। তিনি আরও বলেন, ২০ বছর জাতিসংঘের সঙ্গে কাজ করার পর মনে হচ্ছে এখন আমার ভিন্নভাবে কাজের সময় এসেছে।

ইউএনএইচসিআর বলেছে, অ্যাঞ্জেলোনা জলি সবচেয়ে প্রভাবশালী শরণার্থী অধিকার আইনজীবীদের একজন।

এর আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি দুই দিনের সফরে কক্সবাজারে এসেছিলেন তিনি।