ভারতের হামলার জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়ায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
পাকিস্তানি হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে এক বেসামরিক ভারতীয় নিহত হওয়ার তথ্য আপাতত নিশ্চিত করতে পেরেছে বিবিসি। শেলের আঘাতে নিজ বাড়িতে প্রাণ হারিয়েছেন রুবি কওর।
রুবির মামা বুয়াভা সিং জানিয়েছেন, রুবির স্বামী বেশ কয়েকদিন ধরেই অসুস্থ। তার জন্য ভেষজ চা বানাতে ঘুম থেকে উঠেছিল রুবি। সে সময়ই হঠাৎ বাড়িতে শেলের আঘাত হয়। মাথায় স্প্লিন্টারের আঘাতে মারাত্মক রক্তক্ষরণ হতে থাকে। রুবিকে আমরা তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাই। কিন্তু বাঁচাতে পারিনি।
রুবির মেয়েও মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানিয়েছেন বুয়াভা।
তাদের এলাকায় কোনও আশ্রয়কেন্দ্র নেই বলে জানিয়েছেন বুয়াভা সিং। ফলে, চলমান সংঘাতের মধ্যে তারা ঘরেই আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন।
তিনি বলেন, আমি এর আগে এমন ভয়াবহ বোমাবর্ষণ দেখিনি।