ব্রাজিলের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় চীন

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় চীন। সোমবার ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পাঠানো এক চিঠিতে নিজ দেশের এমন আগ্রহের কথা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

টুইটারে দেওয়া পোস্টে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা চীনা নেতার কাছ থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, দুই দেশের মধ্যে আরও সহযোগিতামূলক সম্পর্কের বিষয়ে চীনা প্রেসিডেন্টের কাছ থেকে চিঠি পেয়েছেন তিনি।

লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর পক্ষ থেকে দেশটির ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশানের পাঠানো ওই চিঠিতে পারস্পরিক সহযোগিতা আরও প্রসারিত করার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে।

তিনি বলেন, চীন ব্রাজিলের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও প্রসারিত করার সুযোগ রয়েছে।