ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলে বিপর্যস্ত নিউ জিল্যান্ড

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের প্রভাবে বিপর্যস্ত নিউ জিল্যান্ডের উত্তরাঞ্চল। ঝড়ে বিদ্যুৎহীন অবস্থায় আছে অন্তত ৪৬ হাজার বাড়ি। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। মুষলধারে বৃষ্টি আর তীব্র বাতাসের কারণে ৯টি অঞ্চলে ঘোষণা জারি হয়েছে জরুরি অবস্থা।

বলা হচ্ছে, ৫১ লাখ জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশকে প্রভাবিত করেছে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। স্থানীয় সময় সোমবার রাতে ঘূর্ণিঝড়টি পূর্ণ শক্তি পাবে বলা আশঙ্কা করা হচ্ছে; যা মঙ্গলবার পর্যন্ত স্থায়ী হতে পারে।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, হতাহতের শঙ্কায় নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে অন্তত ৫০টি বাড়ি থেকে লোকজনকে সরিয়ে হয়েছে। শহরটিতে স্থাপন করা হয়েছে কয়েক ডজন আশ্রয়কেন্দ্র।

টানা বৃষ্টিতে অনেক সড়কে তলিয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার থেকে সাহায্যের জন্য শতাধিক কল পেয়েছে তারা।

দুর্গতদের জন্য ৭৩ লাখ ডলারের ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স।

তিনি বলেন, ‘পরিস্থিতি ভালো হওয়ার আগে অনেক খারাপ হবে বলে মনে হচ্ছে।’

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল আঘাত হানার মাত্র কয়েক সপ্তাহ আগে অকল্যান্ড এবং আশেপাশের অঞ্চলে রেকর্ড বৃষ্টিপাত হয়। সে সময় বন্যায় চারজনের মৃত্যু হয়। সূত্র: বিবিসি