উড়োজাহাজে পাখির আঘাতের পর জরুরি অবতরণ

কিউবার হাভানা থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাবে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট ৩৯২৩। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় ছেয়ে যায় বিমানটি। জরুরি অবতরণ করা হয় ফ্লাইটিকে।

সাউথওয়েস্ট এয়ারলাইন্স জানায়, বোয়িং সেভেন থ্রি সেভেন-এ ১৪৭ যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। কিউবা থেকে উড্ডয়নের পর মার্কিন জেটলাইনারটিতে আঘাত হানে একঝাঁক পাখি। এতে ইঞ্জিনে দেখা দেয় সমস্যা। এক পর্যায়ে বিমানের কেবিনে ঢুকে পড়ে ধোঁয়া। বিপদ টের পেয়ে বিমানটিকে জরুরি অবতরণ করান পাইলট।  

কিউবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- ক্যাসা জানায়, উড্ডয়নের পরপরই পাখিরা বিমানের একটি ইঞ্জিনে আঘাত করে। এ ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আরোহীদের ফোর্ট লডারডেলের আরেকটি ফ্লাইটে নেওয়া হবে। ঘটনার তদন্ত করা হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান