তুরস্কে সেনাঘাঁটির পাশে গাড়িবোমা হামলায় নিহত ২৮

আঙ্কারায় সেনাঘাঁটির পাশে বোমা হামলাতুরস্কের রাজধানী আঙ্কারায় একটি সেনাঘাঁটির পাশে গাড়িবোমা হামলায় কমপক্ষে ২৮ জন নিহত ও ৬১ জন আহত হয়েছে। বিস্ফোরণের জায়গাটি দেশটির পার্লামেন্ট ভবন ও সেনা সদর দফতরের পাশে অবস্থিত।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঠিক কারা এই হামলা চালিয়েছে তা িএখনো নিশ্চিত হওয়া যায়নি।
আঙ্কারার গভর্নর অফিসের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, সন্ধ্যার দিকে হঠাৎ করেই বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সেনাঘাঁটির পাশে বিস্ফোরিত হয়। দেশটির উপ-প্রধানমন্ত্রী বিকির বোজদাগ এটিকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন।আঙ্কারায় গাড়িবোমা হামলা
ঘটনাস্থলের বিভিন্ন টেলিভিশন ফুটেজে একটি বাস ও আশপাশে আগুন জ্বলতে ও কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সেইসঙ্গে আইনশৃঙ্খলা-বাহিনী, দমকলসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদেরও সেখানে ভিড় করতেও দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতা এত ভয়াবহ ছিল যে তার শব্দ গোটা শহরেই শোনা গেছে। সূত্র: বিবিসি, গার্ডিয়ান ও টেলিগ্রাফ

/এসএম/