বিরোধপূর্ণ দ্বীপে চীনা 'সামরিকীকরণ' নিয়ে উদ্বেগে যুক্তরাষ্ট্র

বিরোধপূর্ণ দ্বীপে চীনা স্যাটেলাইট মোতায়েনের স্যাটেলাইট চিত্রবিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনা সামরিকীকরণ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র সরকার চরম উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বিরোধপূর্ণ দ্বীপ অঞ্চলে বেইজিংয়ের মাটি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরের প্রতিক্রিয়ায় এমন কথা জানান তিনি। তবে ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরকে ‘ধোঁকা’ হিসেবে উল্লেখ করে তা নাকচ করে দিয়েছে চীন।
চীন, তাইওয়ান ও ভিয়েতনাম আলাদা করে দক্ষিণ চীন সাগরের দ্বীপ এলাকাটির মালিকানা দাবি করে থাকে। আর সে কারণে দ্বীপটিতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরে বিরোধপূর্ণ দেশগুলোর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
সম্প্রতি ইমেজস্যাট ইন্টারন্যাশনালে ধারণ করা চিত্রে দেখা যায়, গত ৩ ফেব্রুয়ারি দ্বীপটি ফাঁকা থাকলেও ১৪ ফেব্রুয়ারি সেখানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যন্ত্র দেখা গেছে। জন কেরির এক মুখপাত্র জানান, চীন যে উডি কিংবা ইয়ংজিং আইল্যান্ডে বিমান থেকে ফেলা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তা স্যাটেলাইট চিত্র যাচাইয়ের পর নিশ্চিত হওয়া গেছে।    
আর সে খবরের প্রতিক্রিয়ায় কেরি জানান, যুক্তরাষ্ট্র এ ব্যাপারে চীনের সঙ্গে গুরুতর আলোচনা করতে চায়। তিনি বলেন, ‘আমাদের কাছে প্রমাণ আছে যে প্রতিদিন ওই এলাকায় সামরিকীকরণ চলছে। এটি খুবই উদ্বেগের বিষয়।’

তবে ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরকে নাকচ করে দিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি বলেছেন এটি যুক্তরাষ্ট্রের তৈরি করা। সূত্র: বিবিসি

/এফইউ/