ইসরায়েলের গুলিতে নিহত আরও এক ফিলিস্তিনি

ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের ইয়াজান ওমর জামিল খাসিব (২৩)। ইসরায়েলের দখলকৃত পশ্চিমতীরের রামাল্লার কাছে উত্তরাঞ্চলীয় এল-বিরেহ শহরে শুক্রবার (১৭ মার্চ) এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঘোষণা থেকে বিষয়টি জানা গেছে। শনিবার (১৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাদের দাবি, ছুরি নিয়ে তাদের ওপর হামলা করেছিলেন ওমর। তবে ইসরায়েলি সেনাদের কেউ তেমন আহত হয়নি। ইসরায়েলের সামরিক বাহিনীর মতে, ওমরের ওপর সন্দেহ হলে তার পরিচয় জানতে চায় ইসরায়েলি সেনারা। এরপরে তিনি ছুরি দিয়ে তাদের ওপরে হামলা করলে তারা গুলি করে। এতে যুবকের মৃত্যু হয়।

এ বছরের শুরু থেকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে শিশুসহ অন্তত ৮৪ ফিলিস্তিনি এবং ১৪ ইসরায়েলি নাগরিক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক কিশোরসহ অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়। এক সপ্তাহ আগেও জেনিন শহরে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যার ৪৮ ঘন্টারও কম ব্যবধানে একই শহরে আরও ৬ জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।