দেড় বছর পর জনসমক্ষে বাগদাদি

nonameপ্রায় দেড় বছর পর ফের জনসমক্ষে দেখা গেল ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদিকে। সাম্প্রতিক এক ফুটেজে ইরাকের ফাজুল্লা শহরের একটি মসজিদে কয়েকজন কিশোরের সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়। ইরাকের একটি স্থানীয় চ্যানেলে সেই দৃশ্যও দেখানো হয়েছে।
বাগদাদির পেছনে একটি ব্যানার ছিল। সেখানে আইএসের পৃষ্ঠপোষকতায় একটি প্রতিযোগিতার কথা লেখা হয়েছে। বলা হয়েছে, বিজয়ীদের নিজের হাতে পুরস্কার তুলে দেবে বাগদাদি।
সাধারণত, জনসমক্ষে খুব একটা আসেন না এ জঙ্গি নেতা। এর আগে সর্বশেষ ২০১৪ সালের জুলাই মাসে তিনি প্রকাশ্যে আসেন। সে সময় মসুলের একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। এর দুমাস আগেই মসুল দখল করেছিল আইএস। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
/এমপি/