গ্রিস উপকূল থেকে ৯০০ শরণার্থী উদ্ধার

গ্রিস উপকূল থেকে উদ্ধার শরণার্থীগ্রিসের লেসবস দ্বীপের উপকূল থেকে প্রায় নয়শ শরণার্থীকে উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি টহল জাহাজ। বুলগেরিয়ার ওই জাহাজটি লেসবসের মাইতিলেনে বন্দর থেকে তুর্কি উপকূল পর্যন্ত টহলের দায়িত্বে নিয়োজিত ছিলো।
ইইউ সীমান্ত সংস্থা ফ্রনটেক্স জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে সাগরে ডুবে অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর হার কমাতে ২৮ জাতির এই জোট টহলের সিদ্ধান্ত নিয়েছিল। এরই অংশ হিসেবে ওই জাহাজটি নির্ধারিত রুটে নিয়মিত টহল দেয়। তবে উদ্ধারকৃত শরণার্থীদের নাম-পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে ফ্রনটেক্স।
এক টুইট বার্তায় ফ্রনটেক্স জানিয়েছে, উদ্ধারকৃতদের ওই বুলগেরীয় জাহাজ থেকে মাইতিলেনে বন্দরে নামানো হয়।
গত বছর দশ লক্ষাধিক শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে। যার মধ্যে প্রায় সাড়ে আট লাখ শরণার্থীই গ্রিসের পথে ইউরোপে প্রবেশ করে। গ্রীষ্মকালে প্রতিদিন প্রায় ৭ হাজার শরণার্থী গ্রিসে প্রবেশ করেন। যাদের বেশিরভাগই এসেছে সিরিয়া, ইরাক এবং আফগানিস্তান থেকে। আর তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় শরণার্থী সংকটকে সামনে এনেছে। সূত্র: বিবিসি
/এসএ/বিএ/