লিবিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত অন্তত ৪১

লিবিয়ায় মার্কিন বিমান হামলালিবিয়ার সাবরাথায় সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএসের একটি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। গত বছর তিউনিসিয়ায় সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত এক সন্দেহভাজনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।
অসমর্থিত সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, বিমান হামলায় নিহতদের বেশিরভাগই তিউনিসিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে।  তারা আইএসের হয়ে কাজ করছিলেন।  তবে ওই বিমান হামলায় মূল সন্দেহভাজন সন্ত্রাসী নুরেউদ্দিন চৌচানে নিহত হয়েছেন কি না তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন গোয়েন্দা কর্মকর্তারা।
মৃতের সংখ্যা নিশ্চিত করে সাবরাথার মেয়র জানান, ওই হামলায় আরও ৬ জন আহত হয়েছেন।  শুক্রবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে এ হামলা হয় বলে জানান তিনি।
ত্রিপোলিভিত্তিক বিদেশি সংবাদমাধ্যম কার্যালয়ের প্রধান জামাল নাজি জুবিয়ার বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায়, শুক্রবার ভোরে একটি ফার্মহাউজ লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আইএস সদস্যরা ওই ফার্মহাউজটি দখল করে রেখেছিলেন।
গত বছরের মার্চে তিউনিসিয়ার ন্যাশনাল বারদো মিউজিয়ামে হামলা এবং জুনে সৌসের সমুদ্র সৈকতে হামলার পরিকল্পনাকারী হিসেবে নুরেউদ্দিনকে দায়ী করা হয়ে থাকে। তিউনিসিয়ার মিউজিয়ামে হামলার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল তার মধ্যে নুরেউদ্দিন একজন।  সূত্র: নিউইয়র্ক টাইমস

/এফইউ/