কী অসুখে ভুগছেন এরদোয়ান?

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান শারীরিক অসুস্থতায় ভুগছেন। এ জন্য নির্বাচনি প্রচার থেকে নিজের সরাসরি উপস্থিতি বাতিল করেছেন এরদোয়ান। কর্মকর্তারা এই অসুস্থতাকে অন্ত্রের সংক্রমণ বলে বর্ণনা করেছেন।

এরদোয়ান তুরস্কের ১৪ মে নির্বাচনে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়ছেন। দক্ষিণাঞ্চলীয় শহর আদানায় শুক্রবার একটি সেতু উদ্বোধনের পর একটি রাজনৈতিক সমাবেশে উপস্থিত হওয়ার কথা ছিল তার। তবে শারীরিক অসুস্থতায় তার সময়সূচিতে বদল আসে। ভিডিও লিংকের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তুর্কি প্রেসিডেন্ট।

 

 

এরদোয়ান মঙ্গলবার একটি টিভি সাক্ষাৎকারের সময় অসুস্থ হয়ে পড়েন। পরে স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা জানান, এটি ‘গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণ’ ছিল। এ কারণে বুধবার ও বৃহস্পতিবার তার নির্বাচনি সমাবেশ বাতিল হয়।

বৃহস্পতিবার জনসাধারণের উপস্থিতিতে ভিডিওর মাধ্যমে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করার সময় তাকে ভীষণ ফ্যাকাসে দেখাচ্ছিল।

কর্মকর্তারা আগামী মাসের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের আগে ৬৯ বছর বয়সী নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দূর করতে চেয়েছিলেন। অর্থনৈতিক মন্দা আর ফেব্রুয়ারির ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুতে তুরস্কের অবস্থা খুব একটা ভালো না। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে ভোটে জয় পেতে কিছুটা বেগ পেতে হতে পারে তুরস্কের দীর্ঘদিনের শাসককে।  

২১ বছর ধরে এরদোয়ান ক্ষমতায় আছেন। এই প্রথমবার টিভিতে লাইভ ইন্টারভিউ চলাকালে তার অসুস্থ হওয়ার মতো ঘটনা ঘটলো। এর আগে ২০১১ সালে তার পাকস্থলীতে অস্ত্রোপচার হয়। সে সময়ও তার স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন দেখা দিয়েছিল।

সূত্র: আল জাজিরা