বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচন

তৃতীয়বারের মতো ক্ষমতায় যেতে চান মোরালেস

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। রবিবার অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ভোট দিয়ে জনগণ সিদ্ধান্ত নেবেন তারা বর্তমান প্রেসিডেন্ট ইভো মোরালেসকে তৃতীয়বারের মত ক্ষমতায় অধিষ্ঠিত দেখতে চান কিনা।

ইভো মোরালেস

ইভো মোরালেস এই দেশের প্রথম প্রেসিডেন্ট যিনি আদিবাসী নৃতাত্ত্বিক গোষ্ঠী থেকে এসেছেন। দীর্ঘ দশ বছর ক্ষমতায় থাকার পর এবারের নির্বাচনে জয়ী হলে মোরালেসের জন্য তা হবে তৃতীয়বারের মত ক্ষমতায় যাওয়া।

গত বছরই বলিভিয়ার সংসদে এক সংশোধনীর মাধ্যমে সংবিধানে পরিবর্তন এনেছেন মোরালেস।  

মোরালেস বলেন, সামাজিক সংস্কারের জন্য তার তৃতীয়বার ক্ষমতায় যাওয়া প্রয়োজন। অন্যদিকে বিরোধীদের দাবি, সংবিধানের ওই পরিবর্তন অগণতান্ত্রিক।

প্রসঙ্গত, মোরালেস প্রথমবারের মত ক্ষমতায় যান ২০০৬ সালে।সোশালিস্ট ধারায় সরকার পরিচালনা করে দেশটির চরম দারিদ্র কমিয়ে আনতে সক্ষম হয়েছেন এই আদিবাসী প্রেসিডেন্ট। তবে তার সম্পর্কে বৈদেশিক নীতি ও চুক্তির ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ রয়েছে বিরোধীদের পক্ষ থেকে। সূত্রঃ বিবিসি

/ইউআর/