অবশেষে হদিস মিললো সেই ব্রিটিশ তরুণীর

ব্রিটিশ তরুণী গ্রেইস টেইলরথাইল্যান্ডের দক্ষিণাঞ্চল থেকে নিখোঁজ হওয়া ২১ বছর বয়সী ব্রিটিশ তরুণী গ্রেইস টেইলরের সন্ধান পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ডোরসেট পুলিশের তরফে জানানো হয়েছে যে, থাইল্যান্ডের ক্রাবি বিমানবন্দরে তাকে রাখা হয়েছে এবং টুরিস্ট পুলিশের এক কর্মকর্তা তার দেখাশোনা করছেন।
সোমবার মেয়ের নিখোঁজ হওয়ার সংবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন গ্রেইসের মা স্যাম টেইলর। আর মঙ্গলবার পুলিশের কাছ থেকে মেয়েকে খুঁজে পাওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর ফেসবুকে আরেকটি পোস্ট দেন তিনি। সেখানে স্যাম লিখেছেন, ‘আমাদের গ্রেইসকে খুঁজে পাওয়া গেছে। কী হয়েছিল আমরা সেটা জানি না। ওকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’
এর আগে ৫দিন ধরে মেয়ের সন্ধান না পাওয়ায় সোমবার ফেসবুকে সহায়তার আবেদন জানিয়ে একটি পোস্ট দিয়েছিলেন স্যাম। ফেসবুকে দেওয়া সে আবেদনমূলক পোস্টের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়,  গ্রেইস টেইলর একজন ব্যাকপ্যাকার। গত ১৬ ফেব্রুয়ারি থেকে তার হদিস মিলছে না বলে জানান স্যাম।
তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি ডোরসেট পুলিশ বরাবর একটি নিখোঁজ রিপোর্ট দায়ের করেন তারা।  এরপর ২২ ফেব্রুয়ারি গ্রেইস তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। স্যাম টেইলরের দাবি, তার মেয়ে ক্রাবি প্রদেশের আও নাং থেকে ফোন করেছিলেন। ফোনে তিনি মায়ের কাছে জানিয়েছিলেন যে, তাকে কেউ আঘাত করার চেষ্টা করছে এবং অনুসরণ করছে। বাড়িতে ফেরার আগ্রহও প্রকাশ করেছিলেন তিনি।

স্যাম টেইলরের দাবি, তার মেয়ের কণ্ঠস্বর খুব ভীত মনে হচ্ছিল এবং তার মানসিক অবস্থা ভালো ছিল না। ফোনের পর মেয়েকে একটি ফ্লাইটের টিকিট বুক করে দেওয়া হলেও তিনি প্লেনে উঠতে পারেননি বলে সেসময় দাবি করেন মা।

ডোরসেট পুলিশ জানায়, ইন্টারপোলের তরফে তাদেরকে গ্রেইসকে খুঁজে পাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তাকে যুক্তরাজ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। সূত্র: বিবিসি

/এফইউ/