রাশিয়া ও বেলারুশ সফরে চীনা প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়া ও বেলারুশ সফরে যাচ্ছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। ১৪ থেকে ১৯ আগস্ট দেশ দুটি সফর করবেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

রাশিয়ায় থাকাকালীন লি একটি আন্তর্জাতিক নিরাপত্তা সভায় যোগ দেবেন। সেখানে তিনি বক্তৃতা দেবেন বলে জানানো হয়েছে। রাশিয়া সফরে দেশটির জাতীয় প্রতিরক্ষা বিভাগের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন লি।

বেলারুশ সফরকালে বেলারুশের রাষ্ট্র ও সামরিক প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সফরে বেলারুশের সামরিক দফতরগুলোও পরিদর্শন করবেন চীনা প্রতিরক্ষামন্ত্রী।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর সামরিক সম্পর্ক জোরদার করেছে চীন ও রাশিয়া। যৌথ টহল ও সামরিক মহড়া পরিচালনা করছে দেশ দুটি।

এপ্রিলে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছিলেন লি। সেখানে সামরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছিল চীন। জুলাইয়ে বেইজিংয়ে রুশ নৌবাহিনী প্রধানের সঙ্গেও দেখা করেন লি।

সূত্র: রয়টার্স