X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বেলারুশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বড় বিনিয়োগের পথে পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৪, ২১:২৭আপডেট : ১৮ মে ২০২৪, ২১:২৮

বেলারুশের সঙ্গে সঙ্গে পূর্ব সীমান্তে নিরাপত্তা জোরদারের জন্য ২.৫৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে পোল্যান্ড। রাশিয়া ও বেলারুশের হুমকি মোকাবিলায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য এই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৮ মে) জানিয়েছেন প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২১ সাল থেকে অভিবাসীদের ইউরোপে প্রবেশে বেলারুশের সঙ্গে পোল্যান্ড সীমান্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে উঠেছে। রুশ মিত্র বেলারুশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষদের নিজেদের ভূখণ্ড দিয়ে পোল্যান্ডে প্রবেশে উৎসাহিত করছে। যা ইউরোপে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশের একটি নতুন অনানুষ্ঠানিক রুট তৈরি করেছে। এই পদক্ষেপ নেওয়ায় ইউরোপীয় ইউনিয়ন বলছিল, সংকট সৃষ্টি করতে এই উদ্যোগ নিয়েছে বেলারুশ।

২০২২ সালে ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকেই রাশিয়া-পোল্যান্ড সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। তাই প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে পোল্যান্ড। দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার জন্য রাশিয়া ও বেলারুশকে অভিযুক্ত করেছে পোলিশ সরকার।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ২.৫৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে পূর্ব সীমান্তের নিরাপত্তার জন্য।

কোন ধরনের প্রতিরক্ষা তৈরি করা হবে তার বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, একটি সুরক্ষিত সীমান্ত নির্মাণের জন্য একটি বড় প্রকল্প শুরু করছি। যার মধ্যে একটি প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনা ও পরিবেশগত বিষয় রয়েছে। যা শত্রুদের সীমান্ত অতিক্রম করতে বাধা দেবে।

অবৈধ অভিবাসন ঠেকানোর জন্য পোলিশ-বেলারুশিয়ান সীমান্তে একটি বেষ্টনী তৈরি করেছিল পূর্ববর্তী সরকার। যা ১৮০ কিলোমিটার দীর্ঘ এবং ৫.৫ মিটার উঁচু ছিল। এই সীমান্ত বেষ্টনীতে নজরদারি ক্যামেরা ও সেন্সর আছে।

এর আগে মে মাসের শুরুর দিকে বিস্তারিত কিছু না জানিয়ে পূর্ব সীমান্তকে শক্তিশালী করার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন টাস্ক।

পোলিশ প্রধানমন্ত্রী বলেছেন, ইউরোপীয় স্কাই শিল্ড ইনিশিয়েটিভের স্যাটেলাইট উপাদানের জন্য ৫০০ মিলিয়ন জলটি (পোলিশ মুদ্রা) অর্থায়নের বিষয়ে সোমবার ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সঙ্গে কথা বলবেন তিনি।

ইউরোপীয় স্কাই শিল্ড ইনিশিয়েটিভ হলো একটি সাধারণ আকাশ প্রতিরক্ষা প্রকল্প। ২০২২ সালে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এটিকে ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন টাস্ক।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
স্বেচ্ছায় ২ শতাধিক সাপের কামড় খাওয়া ব্যক্তির রক্তে যুগান্তকারী অ্যান্টিভেনম
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
মার্কিন বাজেটে ১৬৩ বিলিয়ন ডলার সংকোচনের প্রস্তাব
সর্বশেষ খবর
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন