শুক্রবার ক্যামেরুনের যোগাযোগ মন্ত্রণালয়ের তরফে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কুমশে শহরে অভিযানটি চালানো হয়েছে। নাইজেরিয়ার ওই শহরটি ক্যামেরুনের সীমান্ত সংলগ্ন। বিবৃতিতে আরও বলা হয়, ‘আকস্মিক এক মাইন বিস্ফোরণে ক্যামেরুনের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। সে সময় আরও ৫ সেনা সদস্য আহত হন।’
অভিযানের সময় যৌথ বাহিনী বোকো হারামের ঘাঁটিতে বেশ কিছু অস্ত্র, গোলাবারুদ এবং হাত দিয়ে স্থলমাইন তৈরির এলাকার সন্ধান পেয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
তবে এ ব্যাপারে নাইজেরিয়ার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ইসলামি আইন বাস্তবায়ন করতে চায় সশস্ত্র সংগঠন বোকো হারাম। সেই সঙ্গে গত কয়েক বছর ধরে নাইজেরিয়ার পাশাপাশি ক্যামেরুন, চাদ আর নাইজারে সশস্ত্র হামলা অব্যাহত রেখেছে সংগঠনটি। বোকো হারামের হামলায় কেবল ক্যামেরুনেই নিহত হয়েছে ১ হাজার মানুষ। সূত্র: আলজাজিরা
/এফইউ/