ইউক্রেনকে অতিরিক্ত ৪৮২ মিলিয়ন ডলারের সহায়তা দেবে কানাডা

যুক্তরাষ্ট্রের পর কানাডায়ও সফল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কি। কানাডার সরকার ইউক্রেনের জন্য অতিরিক্ত ৪৮২ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে। এর আগে যুক্তরাষ্ট্র থেকে শক্তিশালী আব্রাহামস ট্যাঙ্ক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলেনস্কি।

অটোয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে শুক্রবার যৌথ সংবাদ সম্মেলন করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ট্রুডো বলেন, ‘পশ্চিমপন্থি ইউক্রেনের সঙ্গে দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে থাকবে কানাডা। তিন বছরেরও বেশি সময় ধরে কিয়েভকে অতিরিক্ত ৪৮২ মিলিয়ন ডলার সহায়তা দেয়া হবে।’

এই সহায়তার মধ্যে  ৫০টি সাঁজোয়া যান এবং এফ-১৬ ফাইটার পাইলটদের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। যুদ্ধে ইউক্রেনকে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার দিয়ে সহায়তার শীর্ষে রয়েছে কানাডা।

ট্রুডো বলেন, ‘কীভাবে আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করি, ইতিহাসে তা লেখা থাকবে। যতদিন লাগে আমরা ইউক্রেনের পাশে থাকবো। এই সাহসী লড়াইয়ের বীরদের সঙ্গে থাকব।’

জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই সাহায্যের জন্য কৃতজ্ঞ থাকবো।’

সূত্র: রয়টার্স