ব্রিটেনে আবারও টাকার দরপতন হয়েছে। এক ব্রিটিশ পাউন্ড সমান এখন বাংলাদেশি টাকায় ১৫০ টাকা। ব্রিটেনের বেশ কয়েকটি মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে টাকার বিপরীতে পাউন্ডের মূল্য ছিল ১৫০ টাকা। বৃহস্পতিবার সকালে আগের দিনের ১৪৯ টাকার চেয়ে আরও এক টাকা বেড়ে ১৫০ টাকা মূল্যে লেনদেন শুরু হয়।
এর আগে গত বছরের ২৮ নভেম্বর টাকার বিপরীতে পাউন্ডের মূল্যের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। তখন তা সর্বোচ্চ ১৫৪ টাকায় উঠেছিল। পরে অবশ্য কিছু দিনের মধ্যে তা ১৪৩ টাকা পর্যন্ত নেমে এসেছিল। সম্প্রতি আবার তা ঊর্ধ্বমূখী হয়েছে।
পাউন্ডের বিপরীতে টাকার রেকর্ড পরিমাণ বিনিময় হার নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কমিউনিটিতে।
দৈনিক দেশ রুপান্তরের যুক্তরাজ্য প্রতিনিধি আশফাক জুনেদ এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশের রিজার্ভ কমে আসছে, ডলারের সংকট দেখা দিয়েছে। ফলে টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে পাউন্ডের রেটও। গত কয়েক সপ্তাহ থেকে ১ পাউন্ডের বিপরীতে টাকার রেট ১৪৪-১৪৫ থাকলেও গত দুই দিনের ব্যবধানে প্রায় ৫-৬ টাকা বেড়ে ১৫০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এটি দেশের অর্থনীতির জন্য অশনি সংকেত।
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে লন্ডনের মানি ট্রান্সফার প্রতিষ্ঠান পিবিএল সার্ভিসেস লিমিটেডের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান শিবলু বলেন, টাকার বিপরীতে পাউন্ডের দাম বাড়লে দেশে টাকা পাঠানোর প্রবণতা বাড়ে। যারা বড় অঙ্কের টাকা পাঠানোর অপেক্ষায় থাকেন তারা বাড়তি রেট পেলে অর্ডার দেন। তাতে আমাদের মানি এক্সচেঞ্জগুলোর ব্যবসা বাড়ে।