সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ১৪

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেল ও পার্কে সশস্ত্র সংগঠন আল-শাবাবের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এ হামলার ঘটনাটি ঘটে। পরে পুলিশের গুলিতে নিহত হন ৪ হামলাকারী।

সোমালি ইয়ুথ লীগ হোটেলের প্রবেশপথে বিস্ফোরণ

প্রত্যক্ষদর্শীরা জানান,আল শাবাবের সদস্যরা কঠোর নিরাপত্তায় থাকা মোগাদিসুর সোমালি ইয়ুথ লীগ হোটেলের সামনে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় এবং অতর্কিতে গুলি ছুঁড়তে শুরু করে। এ সময় দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। হোটেলটি সোমালিয়ার প্রেসিডেন্ট ভবনের কাছে অবস্থিত। এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে হোটেলের বাইরে দুই হামলাকারী নিহত হন।

প্রায় একই সময়ে মোগাদিসুর জনপ্রিয় পিস গার্ডেন পার্কে হামলা চালায় আল-শাবাব। হামলার সময় পার্কটিতে অনেক লোক ছিলেন। সেখানে পুলিশের গুলিতে আরও দুই হামলাকারী নিহত হন। স্থানীয় পুলিশ বাহিনীর এক কর্মকর্তা আহমেদ আব্দুল্লাহি জানিয়েছেন,বর্তমানে হামলাস্থল দুটি এখন নিরাপদ এবং তাদের নিয়ন্ত্রণে রয়েছে। দুটি হামলায় অন্তত ১৪ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সোমালি ইয়ুথ লীগ হোটেল বারবার সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে

আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল-শাবাব এসব হামলার দায় স্বীকার করেছে। সোমালিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পতনের লক্ষ্যে দেশব্যাপী হামলা চালিয়ে যাচ্ছে আল-শাবাব। সম্মুখযুদ্ধে খুব একটা সুবিধাজনক অবস্থায় না থাকায় সশস্ত্র গোষ্ঠীটি আত্মঘাতী বোমা হামলা এবং চোরাগোপ্তা হামলার আশ্রয় নিচ্ছে। আত্মঘাতী হামলার সংখ্যা তারা বৃদ্ধি করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। সূত্র: বিবিসি, আলজাজিরা।

/এসএ/