যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে গোলাগুলি, নিহত ২

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে গোলাগুলিতে ২ অভিবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ার সীমান্ত রাজ্যের টেকেট শহরের কাছে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। 

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কুচুমা পাহাড়ে শুক্রবার ভোরে অভিযান চালায় উদ্ধারকারীরা। সেখান থেকে ১২ জনকে উদ্ধার করা হয়। আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মরুভূমির এই পাহাড়টি মেক্সিকান আদিবাসী গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত। তারা পাহাড়টিকে পবিত্র স্থান বলে বিশ্বাস করে। যদিও এই স্থানটি ঘিরে মানবপাচারের অভিযোগ আছে অনেক। 

শুক্রবারের গোলাগুলির কারণ এখনও জানা যায়নি। তবে অঞ্চলটিতে প্রায়ই এমন ঘটনা ঘটছে। 

এর আগে ২০২১ সালে তামাউলিপাস রাজ্যে ১৯ জনকে গুলি করে হত্যা করেছিল পুলিশ। নিহতদের মধ্যে অন্তত ১৪ জন ছিলেন গুয়াতেমালার অভিবাসী। ওই ঘটনায় ১১ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছিল মেক্সিকোর একটি আদালত। 

সূত্র: আল জাজিরা