X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৫, ২০:২৪আপডেট : ০৯ মে ২০২৫, ২০:৫৫

ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের ইতিহাসে নতুন মাত্রা যোগ হয়েছে। বৃহস্পতিবার ভারত অভিযোগ করেছে, পাকিস্তান তিনটি সামরিক ঘাঁটি ও ভারত-শাসিত কাশ্মীরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসলামাবাদ তাৎক্ষণিকভাবে এ অভিযোগ অস্বীকার করলেও পাল্টা দাবি করেছে—তাদের ভূখণ্ডে ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে দিল্লি এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দুই দেশের সীমান্তে এই নতুন ধরনের সংঘাতে কেবল গোলাবারুদ নয়, এখন পরস্পরের আকাশে ঘুরে বেড়াচ্ছে অচেনা ড্রোন। মার্কিন নৌ-কলেজের অধ্যাপক জাহারা মাতিসেক বলছেন, ড্রোন যুদ্ধ মানে কেবল আকাশে চোখ রাখা নয়, এটি আকার দেয় যুদ্ধক্ষেত্রকে।

ভারতের দাবি, পাহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর প্রাণঘাতী জঙ্গি হামলার প্রতিশোধেই পাকিস্তানে এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। পাকিস্তান তা অস্বীকার করছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, গত একদিনে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির আকাশে ভারতীয় হ্যারপ ড্রোন ধ্বংস করা হয়েছে। ভারত পাল্টা দাবি করছে, তারা পাকিস্তানের অন্তত একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।

পাকিস্তান দাবি করছে, ভারতীয় ড্রোনগুলো ছিল ইসরায়েলি নির্মিত ‘হারপ’ লুইটারিং মিউনিশন, যেগুলো স্বয়ংক্রিয়ভাবে শত্রুপক্ষ শনাক্ত করে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে ভারত বলছে, তারা পাকিস্তানের লাহোরে একটি এয়ার ডিফেন্স রাডার নিষ্ক্রিয় করেছে। তবে ইসলামাবাদ তা মানতে নারাজ।

উভয় দেশের ড্রোনশক্তি

বিশ্লেষকদের মতে, ভারতের ড্রোন বহর মূলত ইসরায়েলি প্রযুক্তিনির্ভর—আইএআই সার্চার, হেরন, হ্যারপি ও হারপ। এর মধ্যে হারপ ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আকাশে ঘুরতে পারে এবং প্রয়োজনে আত্মঘাতী বিস্ফোরণে ব্যবহার হয়।

অন্যদিকে পাকিস্তানের হাতে রয়েছে চীনা সিএইচ-ফোর, তুরস্কের বায়রাকতার আকিনজি এবং দেশীয় বুরাক ও শাহপার ড্রোন। পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষক ইজাজ হায়দার বলছেন, পাকিস্তানের ড্রোন বহর এক হাজারেরও বেশি, দেশীয় ও আমদানি—উভয় প্রযুক্তিতে সমৃদ্ধ।

অধ্যাপক মাতিসেক মনে করেন, ইসরায়েলের প্রযুক্তিগত সহায়তা ভারতের জন্য গুরুত্বপূর্ণ, আর পাকিস্তান তুর্কি ও চীনা প্ল্যাটফর্মের ওপর নির্ভর করছে। তিনি বলেন, ভারতের ৪ বিলিয়ন ডলারে ৩১টি এমকিউ-৯বি প্রিডেটর ড্রোন কেনা যুদ্ধশক্তিতে বড় পরিবর্তন আনবে।

বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মতো নয়, যেখানে হাজার হাজার ড্রোন ব্যবহার হচ্ছে। তবে ভারত-পাকিস্তান সীমান্তে ড্রোনের ব্যবহার যুদ্ধের নতুন অধ্যায় তৈরি করছে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক মনোজ যোশী বলেন, ড্রোন ব্যবহারে তুলনামূলক ঝুঁকি কম, কিন্তু যদি বড় আকারে যুদ্ধের সূচনা হয়, তবে পরিস্থিতি একেবারে ভিন্ন হতে পারে।

ইজাজ হায়দারের মতে, জম্মুর সাম্প্রতিক ড্রোন হামলা সম্ভবত তাৎক্ষণিক প্রতিক্রিয়া। তবে এটি পূর্ণ প্রতিশোধ নয়। যদি পাকিস্তান আসল প্রতিক্রিয়া জানায়, তা হবে বহু স্তরবিশিষ্ট কৌশলে পরিচালিত।

বিশ্লেষকরা বলছেন, ড্রোন যুদ্ধ পরিচালনায় রাজনৈতিক ও সামরিক ঝুঁকি কম মনে হলেও প্রতিটি ড্রোন ধ্বংস, প্রতিটি রাডার নিষ্ক্রিয়তা হতে পারে বড় উত্তেজনার জন্মদাতা।

অধ্যাপক মাতিসেক বলেন, ড্রোন যুদ্ধ সিদ্ধান্ত গ্রহণের মানদণ্ডকে বদলে দিচ্ছে। তবে প্রতিটি আঘাতেই বাড়ছে পারমাণবিক উত্তেজনার শঙ্কা। দক্ষিণ এশিয়ার জন্য এটি অশনি সংকেত।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাতে আতঙ্কসীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
রাশিয়ার বিজয় দিবস প্যারেডে পুতিনের পাশে শি জিনপিং
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের