গ্রিক-মেসিডোনিয়া সীমান্তে শরণার্থীদের ভাঙচুর

শরণার্থীদের স্রোত ঠেকাতে মেসিডোনিয়ার তৈরি করা একটি বেষ্টনী ভেঙে ফেলেছে শরণার্থীরা। লোহার সাইনবোর্ডের খুঁটির সাহায্যে ধাক্কা দিয়ে তারা ওই বেষ্টনীর এক অংশ ভেঙ্গে ফেলে। এতে করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন শরণার্থীরা।

গ্রিসের ইদোলমেনি ক্যাম্পের পাশের ওই সীমান্তের বেড়া ভেঙ্গে ফেলার পর শরণার্থীদের ওপর পাল্টা টিয়ার গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ শুরু করে পুলিশ। শরণার্থীরা বেড়ার একটি অংশ ভাঙতে সমর্থ হলেও কতজন ভিতরে ঢুকতে পেরেছে সেটা এখনও নিশ্চিত নয়।

noname

এই সমস্ত শরণার্থীদের বেশিরভাগই যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া এবং ইরাক থেকে এসেছেন। গ্রিক সীমান্তের পাশে এই মুহূর্তে প্রায় সাড়ে ৬ হাজার মানুষ আটকা পড়ে আছেন। মেসিডোনিয়া থেকেও খুব কম মানুষকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। খাবার এবং ওষুধ না থাকায় শরণার্থীদের অবস্থা খুবই খারাপ। সূত্র: বিবিসি।

/এমপি/