আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটের কাছে সন্ত্রাসী হামলা, ৪ হামলাকারী নিহত

আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটের কাছে হামলাআফগানিস্তানের জালালাবাদে ভারতীয় কনস্যুলেটের কাছে সন্ত্রাসী হামলা হয়েছে। বুধবার দুপুরে ওই হামলায় ৬ জন আহত হলেও কোনও ভারতীয় নিহত হননি বলে নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যমগুলো। পরে আফগান ও ভারতীয় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে চার হামলাকারী নিহত হন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বুধবার দুপুরে ভারতীয় কনস্যুলেটের কাছে পর পর বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। বিস্ফোরণগুলি কনস্যুলেট চত্বরের বাইরে হলেও একটি গ্রেনেড দূতাবাসের পাঁচিলের ভিতরেই পড়ে। বিস্ফোরণে অন্তত ৮টি গাড়ি নষ্ট হয়ে যায়।
আফগান সেনা এবং ভারতীয় দূতাবাসের নিরপাত্তার দায়িত্বে থাকা ভারতীয় বাহিনী আইটিবিপি যৌথভাবে হামলাকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযান চালায়। দু’পক্ষে প্রবল গোলাগুলি বিনিময় শুরু হয়।
বিস্ফোরণের কারণে আশপাশের বেশ কিছু বাড়ির দরজা-জানলার কাচ ভেঙে যায়। তবে দূতাবাসের কোনও ভারতীয় কর্মীর ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এফইউ/