গত সোমবার একটি কাটা মাথা বহন করা অবস্থায় মস্কোর একটি স্টেশন থেকে গ্রেফতার হন গুলচেখরা বোবোকুলোভা নামের ৩৮ বছর বয়সী ওই নারী। উজবেকিস্তানের নাগরিক ওই নারী কন্যাশিশুটির আয়া হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি ওই শিশুর মা-বাবা আর বড় ভাই ফ্ল্যাট থেকে কখন বের হবেন তার জন্য অপেক্ষা করছিলেন। এরপর শিশুটিকে হত্যার পর তিনি সেখানে আগুন লাগিয়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
আদালতে নেওয়ার সময় সাংবাদিকরা বোবোকুলোভাকে জিজ্ঞেস করেন যে, তিনি তার দোষ স্বীকার করছেন কিনা। জবাবে, ‘হ্যা’ বলে জানান ওই নারী। কেন হত্যাকাণ্ড চালিয়েছেন তা জিজ্ঞেস করা হলে বোবোকুলাভা বলেন ‘আল্লাহর আদেশ’।
এদিকে আদালতে তদন্তকারীরা জানান, এখন পর্যন্ত ওই ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। রুশ কর্তৃপক্ষের ধারণা, ওই নারী মানসিক সমস্যায় ভুগছিলেন। সূত্র: রয়টার্স
/এফইউ/