ফেসবুকে বন্যপ্রাণী বিক্রি,পরিবেশবাদীদের উদ্বেগ

সংরক্ষিত বন্যপ্রাণী বিক্রির অনলাইন বাজার হিসেবে ব্যবহৃত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এতে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা।

ট্রাফিক নামের একটি ওয়াইল্ডলাইফ মনিটরিং নেটওয়ার্ক জানায়, মালয়েশিয়ার বেশকিছু ফেসবুক গ্রুপ থেকে প্রকাশ্যে পোষা প্রাণী হিসেবে বন্যপ্রাণী বিক্রির বিজ্ঞাপন দিচ্ছে।

তারা জানায়, এ ধরনের অবৈধ ব্যবসা পুরো পৃথিবীতে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য হুমকি স্বরূপ।

মালয়েশিয়ার দুর্লভ প্রজাতির ভাল্লুক

ট্রাফিকের গবেষক সারাহ স্টোনার বলেন, ‘এই অবৈধ ব্যবসায় খুব অল্প লোকই জড়িত, কিন্তু এ সম্পর্কিত পোস্ট ফেসবুকে অনেক বেশি দেখা যায়।’

তিনি আরও জানান, মালয়েশিয়ায় প্রকাশ্যে বন্যপ্রাণী বিক্রির কোন বাজার নেই। তাই সামাজিক মাধ্যম ফেসবুককেই এই ব্যবসার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে।   

ফেসবুকে প্রকাশিত বন্যপ্রাণীর ছবি

এর প্রতিক্রিয়ায় ফেসবুক কর্তৃপক্ষ থেকে জানানো হয়, অবৈধ ব্যবসার পৃষ্ঠপোষকতা করবে এমন যে কোন পোস্ট অপসারণ করতে দ্বিধাবোধ করবে না তারা। ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘ফেসবুক বিলুপ্তপ্রায় ও সংরক্ষিত বন্যপ্রাণীর ব্যবসা সমর্থন করে না। ট্রাফিকের সঙ্গে যৌথভাবে কাজ করে এই অবৈধ ব্যবসা বন্ধ করতে এগিয়ে আসবে ফেসবুক।’

সূত্রঃ বিবিসি

/ইউআর/