ফিলিস্তিনি ‘হামলাকারী’দের পরিবারগুলোকে নির্বাসনের হুমকি

nonameফিলিস্তিনি ‘আক্রমণকারী’দের পরিবারগুলোকে গাজায় নির্বাসিত করার হুমকি দিয়েছেন  ইসরায়েলি প্রধানমন্ত্রী  বেনইয়ামিন নেতানইয়াহু। এ সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও কথা বলেছেন তিনি। তার মুখপাত্র দাবি করেন, ‘ফিলিস্তিনি জঙ্গিদের পরিবারগুলোকে গাজায় নির্বাসিত করলে এ ধরনের হামলা কমে আসবে।’
আগামী ৮ মার্চ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইসরায়েল সফরে যাবেন। এ সময় এই সিদ্ধান্ত নতুন করে অস্থিরতার সূচনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যদিও অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যানডেলিট বলেন, ‘নির্বাসনদণ্ড দেওয়ার সিদ্ধান্ত ফিলিস্তিন ও ইসরায়েল উভয় দিকে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হতে পারে।’ আচিভাই ম্যানডেলিটকে এই বিষয়ে সুপারিশ করতে বলায় তিনি এমন মন্তব্য করেন। এর আগে নেতানইয়াহুর মন্ত্রিসভার এক সদস্য নির্বাসনের প্রস্তাব উত্থাপন করেন।
মানবাধিকার সংগঠনের সদস্যরাও নেতানইয়াহুর এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ইসরায়েলের মানবাধিকার সংগঠনের এক মুখপাত্র বলেন, ‘যে কোন প্রকার সমষ্টিগত শাস্তিই অবৈধ। এ ক্ষেত্রে আক্রমণকারীদের আত্মীয় পরিজনদের শাস্তির আওতায় আনার প্রস্তাব দেওয়া হচ্ছে যারা কোনভাবেই কোনকিছুর জন্য দায়ী নন।’
তিনি আরও বলেন, ‘এটা আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের পুরোপুরি লঙ্ঘন।’ সূত্রঃ দ্য গার্ডিয়ান

/ইউআর/বিএ/