পাল্টা হামলা শুরুর আগে ইরাককে সতর্ক করার দাবি যুক্তরাষ্ট্রের

ইরাকের অভ্যন্তরে তিনটি সন্ত্রাসী সাইটে পাল্টা হামলা শুরুর আগে ইরাককে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। ইরাকি সামরিক বাহিনী দেশটির অভ্যন্তরে মার্কিন হামলার নিন্দা করার কয়েক মিনিট পর এমন দাবি করেছে হোয়াইট হাউস। শনিবার (৩ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মার্কিন সেনাদের ওপর সন্ত্রাসী গোষ্ঠীদের হামলার প্রতিক্রিয়ায় শুক্রবার (২ জানুয়ারি) ইরাক ও সিরিয়ায় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী এবং ইরানি রেভ্যুলুশনারি গার্ডের একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার নিন্দা জানিয়ে ইরাকি সামরিক বাহিনী বলেছে, ইরাকের অভ্যন্তরে মার্কিন সেনাদের এই হামলা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘ

এর কয়েক মিনিট পরই একটি সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘হামলার আগে ইরাকি সরকারকে এ বিষয়ে আমরা জানিয়েছিলাম।’

শুক্রবারের ওই হামলায় ইরাক ও সিরিয়ায় ইরানপন্থি ৭টি স্থানের ৮৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। ৩০ মিনিটের মধ্যে এসব হামলা পরিচালনা করা হয়। সেসব স্থানগুলোর মধ্যে কমান্ড ও কন্ট্রোল হেডকোয়ার্টার, গোয়েন্দা সেন্টার, রকেট ও ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবারুদ সংরক্ষণাগার, এবং সশস্ত্র গোষ্ঠী বা আইআরজিসির কুদস ফোর্সের সঙ্গে সংযুক্ত সুবিধাগুলো ছিল।

এ হামলায় এখন পর্যন্ত হতাহতের সঠিক কোনও খবর পাওয়া যায়নি।