ডাচ নাইটক্লাবে জিম্মি দশা, ৩ জন মুক্ত

নেদারল্যান্ডসের পূর্বাঞ্চলীয় এড শহরের একটি জনপ্রিয় নাইটক্লাবে বেশ কয়েকজনকে জিম্মি করে রেখেছে এক বন্দুকধারী। এরই মধ্যে তিনজনকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) ক্যাফে পেটিকোট নামের ওই নাইটক্লাবে জিম্মির এ ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার ভোর রাতে ওই নাইটক্লাবে ঢুকে এক বন্দুকধারী। সেখানে বোমা বিস্ফোরণের হুমকি দেয় সে।

এরই মধ্যে নাইটক্লাবের তিন কর্মীকে মাথার ওপর হাত রেখে সেখান থেকে পালিয়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছে ডাচ টিভি চ্যানেল এনওএস। তবে ভেতরে ঠিক কয়জনকে জিম্মি করে রাখা হয়েছে তা স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

নাইটক্লাবের  আশপাশে পুলিশের বেশ কয়েকটি ইউনিট মোতায়েন রয়েছে। ঘটনার পর আশপাশের এলাকা থেকে অন্তত ১৫০ বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং এলাকাবাসীকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলা হয়েছে। শহরের ভেতরে  ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।