আইফোন কিনতে ১৮ দিনের নবজাতক বিক্রি

nonameচীনের মানুষের মধ্যে আইফোনের ব্যাপক জনপ্রিয়তা। কয়েক বছর আগে আইপ্যাড কেনার জন্য এক ব্যক্তি নিজের কিডনি বিক্রি করে আলোচনায় এসেছিলেন। এবার তার চেয়েও বিতর্কিত একটি কাজ করে জেল খাটছেন আরেক চীনা পুরুষ। এই ব্যক্তি নিজের শরীরের কিছু বিক্রি করেননি। আইফোন কিনতে তিনি নিজের ১৮ মাসের মেয়েকে অনলাইনে বিক্রি করে দিয়েছেন! নবজাতকের মাকে আড়াই বছর ও বাবাকে তিন বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানের টঙ্গয়ান এলাকার ‘এ দুয়ান’ নামে পরিচিত ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম কিউকিউ-তে তার ১৮ দিনের নবজাতক মেয়েকে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন আড়াই হাজার পাউন্ডে (২৩ হাজার ইউয়ান)। নবজাতককে বিক্রির টাকা দিয়ে ওই ব্যক্তি একটি আইফোন ও একটি মোটরসাইকেল কিনতে চেয়েছিলেন।
ওই নবজাতকের মায়ের নাম শিয়াও মেই বলে জানা গেছে। মেই পার্ট টাইম চাকরি করতেন। নবজাতকের বাবা সারাক্ষণ ইন্টারনেট ক্যাফেতে সময় কাটাতেন। অপরিকল্পিত সন্তান জন্মদানের সময় ওই দম্পতির বয়স ছিল ১৯ বছর। নবজাতককে কিনে নেন এক অজ্ঞাত ব্যক্তি। শিশুটিকে লালন-পালনের আর্থিক সামর্থ্য না থাকায় ধারণা করা হচ্ছে এখনও ওই ক্রেতার কাছে রয়েছে। পরে ওই ক্রেতা নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
মেয়ের মা নবজাতককে বিক্রির পর এলাকা ছেড়ে পালিয়ে যান। তবে পুলিশ তাকে গ্রেফতার করতে সমর্থ হয়। নবজাতকের মা জানান, তিনি নিজেও পালিত সন্তান। তার এলাকায় শিশুদের অন্যের কাছে লালন-পালনের জন্য রাখা হয়। তাই তিনি জানেন না এটা অবৈধ কিনা। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।
/এএ/বিএ/