যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলস থেকে বোস্টনে যাওয়ার পথে জেটব্লু বিমানে এমন ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এরইমধ্যে ইউটিউবে ঘটনাটির একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া খবরটি প্রকাশ করেছে।
শ্যারন কেসলার নামে এক প্রত্যক্ষদর্শী যাত্রী জানান, ‘ফ্লাইট অ্যাটেনডেন্ট তার এক সহকর্মীকে জানান যে, ওই দুই নারী যেভাবে তাকে দেখছে তা তার কাছে স্বস্তিদায়ক মনে হচ্ছে না। যদিও ওই ফ্লাইট অ্যাটেনডেন্টকে ভীতসন্ত্রস্ত মনে হচ্ছিল না, বরং স্বাভাবিক দেখাচ্ছিল। এর পর বিমানটি যখন অবতরণ করলো তখন তিনি আমাদের বললেন যে কর্তৃপক্ষ বিমানে উঠছেন এবং আমরা যেন আমাদের সিট বেল্ট বেঁধে রাখি। সত্যিকার অর্থে এটি খুবই ভয়াবহ ব্যাপার। কারণ ওই নারীরা আসলে চুপচাপ বসে ছিলেন এবং ম্যুভি দেখছিলেন। এ ঘটনায় ফ্লাইট অ্যাটেনডেন্টই বাড়াবাড়ি করেছেন।’
তবে জেট ব্লু কর্তৃপক্ষের তরফে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এক নারী গোটা ফ্লাইট প্রক্রিয়ার ভিডিও করছিলেন বলে ওই ফ্লাইট অ্যাটেনডেন্টের সন্দেহ হয়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়, ‘যদি কোনও কেবিন ক্রু মনে করেন যে কোনও যাত্রী বিমানের নিরাপত্তা প্রক্রিয়া ভিডিও করছেন, তবে বাড়তি পর্যবেক্ষণের খাতিরে কেবিন ক্রু তা কর্তৃপক্ষকে অবহিত করতে পারেন। এ ঘটনার ক্ষেত্রেও আমাদের কেবিন ক্রু নিরাপত্তা প্রক্রিয়া মাথায় রেখেই এমন কাজ করেছেন। আমরা আমাদের যাত্রীদের ধৈর্য আর সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। সাময়িক অসুবিধার জন্য তাদের কাছে ক্ষমাও চাই।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এফইউ/বিএ/