১৯০টি যুদ্ধবিমান কিনবে পাকিস্তান

২০২০ সালের মধ্যে ১৯০টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে পাকিস্তান। কারণ দেশটির বিমানবহর থেকে একই সংখ্যক যুদ্ধবিমান পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আর তাই নতুন বিমান কেনার লক্ষ্য স্থির করেছে ইসলামাবাদ। একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এ খবর জানিয়েছে।

ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তান আরও ১০টি এফ-১৬ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে।

noname

এর আগে, সাপ্তাহিক জেন’স ডিফেন্স এক প্রতিবেদনে বলেছে, বাড়তি ১০টি বিমান যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে যদি চলমান আটটি এফ-১৬ বিমান কেনার প্রক্রিয়া সফলভাবে শেষ হয়।

গত সপ্তাহে মার্কিন সিনেট পাকিস্তানের কাছে বিমান বিক্রি বন্ধের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে। এরপর আটটি বিমান কেনার প্রক্রিয়া এখন প্রায় চূড়ান্ত।

মার্কিন সিনেটরদের কাছ থেকে শক্ত বিরোধিতার মুখে পড়ার কারণে অন্য বিমানগুলো রাশিয়া অথবা ফ্রান্স থেকে কেনা হতে পারে বলে জানান পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা।

তিনি বলেন, ফ্রান্সের বিমান অনেক বেশি দামি। সেক্ষেত্রে রাশিয়ার বিমান মানে ভালো; কিন্তু দাম অতটা চড়া নয়। ফলে পাকিস্তানের বিমানবহরে আগামীতে বহুসংখ্যক রুশ নির্মিত যুদ্ধবিমান দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ডন।

/এমপি/