উত্তর কোরিয়ায় মার্কিন শিক্ষার্থীর কঠোর সাজা

উত্তর কোরিয়ায় সাজাপ্রাপ্ত মার্কিন শিক্ষার্থীরাষ্ট্রবিরোধী অপরাধের অভিযোগ এনে ২১ বছর বয়সী মার্কিন শিক্ষার্থী অটো ওয়ার্মবিয়েরকে ১৫ বছরের কঠোর শ্রমের সাজা দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ আদালত।
বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সাজার মেয়াদ উল্লেখযোগ্য। বিবিসির একজন বিশ্লেষকের মতে, এই সিদ্ধান্তের কারণে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে আরও অবনতি হতে পারে।
ওই শিক্ষার্থী অটো ওয়ার্মবিয়েরের বিরুদ্ধে অভিযোগ, গত জানুয়ারি মাসে তিনি উত্তর কোরিয়া ভ্রমণকালে একটি হোটেল থেকে একটি ‘প্রোপাগান্ডা সাইন’ চুরির চেষ্টা করেন। এ অভিযোগে তাকে আটকও করা হয়।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে ওয়ার্মবিয়ের নিজের অপরাধ স্বীকার করেছেন। তিনি বলেন, একটি গ্রুপ তাকে উত্তর কোরিয়া থেকে একটি ‘ট্রফি’ নিয়ে যাওয়ার অনুরোধ করে। সে অনুরোধ রাখতেই তিনি চুরির চেষ্টা করেন।
ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার শিক্ষার্থী ওয়ার্মবিয়েরকে গত ২ জানুয়ারি আটক করে উত্তর কোরিয়ার নিরাপত্তা বাহিনী। সূত্র: বিবিসি, আলজাজিরা
/বিএ/