আমিরাতে ঝড়-বন্যার ছবি পোস্টে নিষেধাজ্ঞা

nonameঅনলাইনে দেশের ঝড় ও বন্যার ছবি পোস্ট করাকে অবৈধ উল্লেখ করে এ ধরনের ছবি পোস্ট করা থেকে বিরত থাকার জন্য জনগণকে হুঁশিয়ার করেছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। সাম্প্রতিক বন্যার নেতিবাচক ছবি কিংবা বন্যা নিয়ে গুজব ছড়ানো হলে দায়ীদের বিরুদ্ধে দেশের সাইবার অপরাধবিরোধী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরটি নিশ্চিত করেছে।
চলতি সপ্তাহের শুরুতে পারস্য উপসাগরীয় দেশটিতে ভারি বর্ষণের পর বন্যা দেখা দেয়। বন্যার কারণে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং বেশ কিছু ফ্লাইটও বাতিল করা হয়। এমন অবস্থায় পানিতে রাস্তাঘাট ও গাড়ি ডুবে থাকার বেশ কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে।
আরব আমিরাতের কর্তৃপক্ষের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে লোকজন গুজব ছড়াচ্ছে এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অনলাইনে দেশের সুনামহানির চেষ্টা করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। আর এ ধরনের অপরাধে জড়িতদের কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা করা হতে পারে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এফইউ/বিএ/