প্রথমবারের মতো পাকিস্তানে হোলি, দিওয়ালি আর ইস্টারের ছুটি

হোলি উদযাপন করছেন কয়েকজন নারীদেশের ইতিহাসে প্রথমবারের মতো হোলি, দিওয়ালি আর ইস্টার সানডেতে সরকারি ছুটি দিতে যাচ্ছে পাকিস্তান। মুসলিম অধ্যুষিত দেশটিতে বসবাসরত সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের বিশেষ এ উৎসবগুলোতে সরকারি ছুটি কার্যকর করতে মঙ্গলবার পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন খবরটি নিশ্চিত করেছে।
আইন প্রণেতা ড. রমেশ কুমার ভ্যানকাওয়ানির দেওয়া প্রস্তাবটি পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাস হয়। প্রস্তাবে, সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ এ দিনগুলোতে সরকারি ছুটি ঘোষণার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, পাকিস্তান সরকার প্রস্তাবটি গ্রহণ করেছে। আর ডনের খবরে বলা হয়, সত্যিকার অর্থে কেউই প্রস্তাবের বিরোধিতা করেনি।
পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী পীর আমিনুল হাসনাত শাহ জানান, এরইমধ্যে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে প্রাদেশিক সংস্থা, বিভাগ ও প্রতিষ্ঠানগুলোর প্রধানকে সংখ্যালঘুদের বিশেষ দিনে ছুটি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রাদেশিক আইনমন্ত্রী পারভেজ রশীদের দাবি, পাকিস্তানে অন্য যেকোন দেশের চেয়ে সরকারি ছুটির সংখ্যা বেশি। পাকিস্তানের ধর্ম আর বিশ্বাসভিত্তিক কোনও ভেদাভেদ নেই দাবি করে তিনি বলেন, ‘সকল নাগরিকই ধর্মীয় স্বাধীনতা উপভোগ করছেন।’
অবশ্য তিনি নতুন প্রস্তাবটির বিরোধিতা করেননি। সূত্র: হাফিংটন পোস্ট, এক্সপ্রেস ট্রিবিউন
/এফইউ/বিএ/