চীনা মাছ ধরার নৌকা ডুবিয়ে দিয়েছে আর্জেন্টিনা

nonameআর্জেন্টিনার কোস্টগার্ড ধাওয়া করে চীনের একটি মাছ ধরার নৌকাকে ডুবিয়ে দিয়েছে। সোমবার আর্জেন্টিনা জলসীমায় অনুপ্রবেশের ফলে নৌকাকে ডুবিয়ে দেওয়া হয়। এ ঘটনায় চীন উদ্বেগ প্রকাশ করেছে। গুলিতে নৌকা ডুবে গেলেও ৩২ ক্রুকে উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে আর্জেন্টিনার সঙ্গে চীনের সম্পর্কোন্নয়নের মধ্যেই এ ঘটনা ঘটল। আন্তর্জাতিক ওই জলসীমায় অবৈধভাবে মাছ ধরার ঘটনা অহরহ ঘটে থাকে।
এক বিবৃতিতে আর্জেন্টিনার কোস্টগার্ড জানায়, আন্তর্জাতিক জলসীমায় লু ইয়ান ইউয়ান ইউ ১০ নামক নৌকাটির সঙ্গে প্রথমে রেডিওতে যোগাযোগের চেষ্টা করা হয়। কোনও সাড়া না পেয়ে সতর্কতামূলক গুলি ছোড়া হয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং এক বিবৃতিতে জানান, আর্জেন্টিনায় প্রতিনিধি পাঠিয়ে বেইজিং এ ঘটনার তদন্ত দাবি করেছে। সূত্র: বিবিসি।
/এএ/বিএ/