বিদ্যুৎ অবকাঠামোতে বোমা হামলা

জড়িত সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করলো কসোভো

কসোভোতে একটি খালে বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। দেশটির প্রধানমন্ত্রী আলবিন কুর্টি শনিবার (৩০ নভেম্বর) এ কথা জানিয়েছেন। কসোভোর দুটি প্রধান বিদ্যুৎকেন্দ্রে পানি সরবরাহকারী ওই খালে হামলাকে প্রতিবেশী সার্বিয়ার কাজ বলে দাবি করছে প্রিস্টিনা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের কুর্টি বলেন, পুলিশ অভিযান চালিয়েছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এই হামলায় সার্বিয়ার কিছু গোষ্ঠী দায়ী বলেও দাবি করেন তিনি।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন।

কুর্টি আরও বলেছেন, পুলিশ প্রমাণ সংগ্রহ করেছে। এই ঘটনায় জড়িত সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে।

গ্রেফতারকৃতরা বিস্ফোরণের সঙ্গে সরাসরি জড়িত কি না তা স্পষ্ট নয়। একজন রয়টার্স প্রত্যক্ষদর্শী দেখেছেন, কসোভোর উত্তরাঞ্চলে বিশেষ পুলিশ বাহিনী অভিযান চালাচ্ছে।

বিস্ফোরণের কারণে কসোভো ও সার্বিয়ার মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সার্বিয়ার শাসনের বিদ্রোহের পর জাতিগত আলবেনীয় সংখ্যাগরিষ্ঠ কসোভো ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে। তবে সার্বিয়া এখনও কসোভোকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।

বিস্ফোরণটি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ঘটে। এর সঠিক কারণ এখনও পরিষ্কার নয়।

কসোভোর নিরাপত্তা পরিষদ শনিবার সকালে জরুরি বৈঠক করে ও একই ধরনের হামলা প্রতিরোধে সশস্ত্র বাহিনী সক্রিয় করেছে।

উত্তরাঞ্চলে সম্প্রতি পুলিশ স্টেশন ও পৌর ভবনে দুটি পৃথক হামলায় হাত বোমা ছোড়া হয়েছিল। এর পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিরাপত্তা পরিষদ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিজ, ট্রান্সফরমার স্টেশন, অ্যান্টেনা, লেক ও খালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানোর জন্য অতিরিক্ত ব্যবস্থা অনুমোদন করা হয়েছে।

শনিবার রয়টার্সের একজন প্রতিবেদক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে ক্ষতিগ্রস্ত অংশে কাজ করতে দেখা গেছে।

বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকলেও কিছু এলাকায় পানির সরবরাহ ব্যাহত হয়েছে।

দেশটির জ্বালানি মন্ত্রী আরটানে রিজভানোলি জানান, কসোভো আলবেনিয়ার বিদ্যুৎ কোম্পানির সঙ্গে সমন্বয় করে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করছে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ট্রাকে করে  পানি সরবরাহ করা হবে।