মুম্বাইয়ে যে কারণে মুসলমানদের আইএস বানিয়ে দেওয়া হচ্ছে

_83143752_83143751ভারতের মুম্বাইয়ে পরিচয়ের রাজনীতিকে ব্যবহার করে হাসিল করা হচ্ছে ব্যক্তিগত আকাঙ্ক্ষা। ব্যক্তিগত শত্রুতা চরিতার্থ করতে প্রায়শই মিথ্যে অভিযোগ দিয়ে আইএস বানিয়ে বিপদে ফেলা হচ্ছে মুসলিমদের। আইএস সদস্য, সমন্বয়কারী ও সমর্থক হিসেবে চিহ্নিত করে মুসলিমদের প্রান্তিক করার বিষয়টি নজরে এসেছে সে দেশের পুলিশ প্রশাসনেরও।
সন্ত্রাসবাদ বিরোধী বাহিনী এটিএসের ক্রাইম ব্রাঞ্চ ও নগর পুলিশ সূত্র জানায়, গত আট মাসে অন্তত ৩০০ ভুয়া অভিযোগ দায়ের করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের মধ্যে একজন ৮০ বছর বয়সী মসজিদের ইমামও রয়েছেন। জয়েন্ট পুলিশ কমিশনার দেবেন ভারতী বলেন, ‘আমরা জিজ্ঞাসাবাদ করে আমাদের দায়িত্বটুকু পালন করেছি, কিন্তু কোন ভুয়া অভিযোগের ভিত্তিতে কাউকে গ্রেফতার করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘কুরলায় রাস্তার পাশে গাড়ী নিয়ে কাবাব বিক্রি করেন, এমন একজনের নামে অভিযোগ করা হয়। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে কিছুই পাইনি। পরে জানা যায় তার গাড়ীতে করে বিক্রি করা কাবাব বেশ জনপ্রিয় হওয়ায় স্থানীয় মুদি দোকানের মালিক গ্রাহক হারাচ্ছিলেন। এ জন্যই তার নামে অভিযোগ করেন ওই দোকান মালিক। পরে তার বিরুদ্ধে শমন জারি করা হয়।’

 

is_flag-1অশীতিপর বৃদ্ধ ইমামের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। তারা বলেন, ‘ওই ইমাম এতই বৃদ্ধ যে তিনি ঠিকমতো কানেও শুনতে পান না। তিনি ২০ বছর ধরে ওই মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছেন। মসজিদের ট্রাস্ট নিয়ে শত্রুতার জেরেই তার নামে অভিযোগ করা হয়। পরে ওই ইমামের পুত্র ও পরিজনদের নামেও অভিযোগ তোলা হয় যা পরে মিথ্যা প্রমাণিত হয়।’  
আইএসে যোগ দেওয়ার জন্য কল্যাণের চার যুবক ইরাক যাত্রা করলে ভারতে আইএস সম্পর্কে আলোড়ন তৈরি হয়। সন্ত্রাসবাদ বিরোধী বাহিনী এ সময় ১৮ জনকে গ্রেফতারও করে। তবে ভারতের মুসলিমরা এই জঙ্গি সংগঠনকে খারিজ করেছেন। আইএসে যোগ দেওয়াকে ‘ধর্ম ও মানবতাবিরোধী কর্মকাণ্ড’ হিসেবে ঘোষণা করে ফতোয়াও দিয়েছেন মুসলিম ধর্মীয় নেতারা। সূত্র- দ্য টাইমস অব ইন্ডিয়া
/ইউআর/বিএ/