ক্যামেরুনে বোকো হারামের ৮৯ সদস্যের মৃত্যুদণ্ড

বোকো হারাম সদস্যনাইজেরিয়ার সশস্ত্র ইসলামপন্থী সংগঠন বোকো হারামের ৮৯ জন সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে ক্যামেরুন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
এ পর্যন্ত বোকো হারামের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সাড়ে আটশো মানুষকে গ্রেফতার করেছে ক্যামেরুন সরকার। এর মধ্য থেকে  ক্যামেরুনের উত্তরে নাইজেরিয়ার সীমান্ত সংলগ্ন অঞ্চলে বিভিন্ন হামলায় জড়িত থাকার দায়ে ৮৯ জনকে একটি সামরিক আদালতে দোষী সাব্যস্ত করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়।
২০১৪ সালে মৃত্যুদণ্ডের সাজার বিধান রেখে সন্ত্রাসবিরোধী আইন পাস করে ক্যামেরুন। আর ওই আইনটি পাসের পর এটিই সন্ত্রাসবিরোধী আইনের আওতায় প্রথম সাজা ঘোষণা।
গত বছর জঙ্গি মোকাবেলায় আঞ্চলিক বাহিনীতে যোগ দেয় ক্যামেরুন। আর এর পর থেকে দেশটি বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলার শিকার হয়ে আসছে। সূত্র: বিবিসি
/এফইউ/বিএ/