ফেসবুকে ভুয়া লাইক কেনার অভিযোগ অস্বীকার কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন (৬৩) তার ফেসবুক পেজের জন্য ভুয়া লাইক কেনার অভিযোগ অস্বীকার করেছেন। কেবল গত সেপ্টেম্বর মাসেই হুন সেনের ফেসবুক পেজে ৩০ লাখ লাইক পড়ে।

অস্বাভাবিক হারে এমন লাইক বৃদ্ধির পর কম্বোডিয়ার নির্বাসিত বিরোধী নেতা স্যাম রেইনসি অভিযোগ করেছেন, হুন সেন তার জনপ্রিয়তা বাড়ানোর জন্য বিদেশিদের ভাড়া করছেন।

কম্বোডিয়ার একটি সংবাদপত্রের খবরে বলা হয়েছে, হুন সেনের ফেসবুক পেজে যত লাইক পড়েছে তার অর্ধেকই এসেছে কম্বোডিয়ার বাইরে থেকে, বিশেষ করে ভারত থেকে।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন

প্রধানমন্ত্রী হুন সেন অবশ্য বলেছেন, আমি ঠিক জানি না এত লাইক কোথা থেকে আসছে। তবে ভারত এবং অন্য দেশের মানুষ যদি তাকে ভালো মনে করে লাইক দেন তাতে আমি খুশি।

বিরোধী নেতা স্যাম রেইনসি বলেন, 'ভারতে লাইক কিনতে পারলে আমি তার চেয়েও বেশি শক্ত অবস্থানে থাকতাম। তারপরও আমি খুশি এটা ভেবে যে, ভারতসহ অন্যান্য দেশের লোকজন অন্তত হান সেনকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতিটুকু দিয়েছেন।' সূত্র: বিবিসি।

/এমপি/