যুক্তরাষ্ট্রে রণবাহিনীর নেতৃত্বে প্রথম নারীর মনোনয়ন

লরি রবিনসনযুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনীর কমবাট্যান্ট কমান্ডের নেতৃত্ব দেওয়ার জন্য এক নারীকে মনোনীত করা হয়েছে। শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার উত্তরাঞ্চলীয় কমবাট্যান্ট কমান্ডের প্রধান হিসেবে লরি রবিনসন নামের ওই নারী জেনারেলকে মনোনয়ন দেন। এবার সিনেটের অনুমোদন পেলে তিনি দায়িত্ব নিতে পারবেন।
উল্লেখ্য, কমবাট্যান্ট কমান্ডের প্রধানের পদটি মার্কিন সেনাবাহিনীর শীর্ষ পদগুলোর একটি। আর উত্তরাঞ্চলীয় রণ কমান্ড মূলত গোটা উত্তর আমেরিকার দায়িত্বে নিয়োজিত থাকে। তবে লরি রবিনসনের নিয়োগটি চূড়ান্ত হবে যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদন পাবার পর।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর জানুয়ারি থেকে লরি রবিনসন কমান্ডের দায়িত্ব পালন করবেন। বর্তমানে এ কমান্ডের দায়িত্বে আছেন এডমিরাল বিল গোর্টনি। তিনি ২০১৪ সাল থেকে ইউ এস নর্দান কমান্ডের দায়িত্ব পালন করে আসছেন। আর লরি রবিনসন বর্তমানে প্যাসিফিক এয়ারফোর্সের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮২ সালে লরি রবিনসন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে যোগদান করেন।
গত বছরের ডিসেম্বরে মার্কিন সামরিক বাহিনীতে সকল রণ ভূমিকায় নারী সেনাদের অংশগ্রহণ পথ উন্মুক্ত করার ঘোষণা দেন কার্টার। আর তার এ ঘোষণার মধ্য দিয়ে নারী সেনাদের জন্য প্রায় ২ লাখ ২০ হাজার পদ উন্মুক্ত হয়। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/