আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিলেন আব্দেসলাম

প্যারিসে হামলার প্রধান সন্দেহভাজন ও হামলাকারীদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি সালাহ আব্দেসলাম জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, স্টাড দি ফ্রান্সে তার আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু পরবর্তীতে, তিনি তার মত পরিবর্তন করেন বলে প্রসিকিউটরদের জানিয়েছেন।

সালাহ আব্দেসলাম

ফ্রাঙ্কো মলিনস সাংবাদিকদের বলেন, ‘সালাহ আজ (শনিবার) তদন্তকারীদের জানিয়েছেন, তিনি স্টাড দি ফ্রান্সে আত্মঘাতী হামলা চালাতে চেয়েছিলেন এবং পরবর্তীতে তা থেকে সরে আসেন।’ মলিনস আরও বলেন, ‘তাকে ওই হামলা থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করতে হবে।’ তিনি জানান, এটি আব্দেসলামের প্রথম জিজ্ঞাসাবাদ, তাই তা সতর্কতার সাথে নিতে হবে।

মলিনস জানান, প্যারিস হামলায় আব্দেসলামের কেন্দ্রীয় ভূমিকা ছিল। বিস্ফোরক সরবরাহ করেছিলেন বলে আব্দেসলাম নিজেও স্বীকার করেছেন।

বেলজিয়ামে আব্দেসলামকে গ্রেফতারের একদিন পরই তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। তার আইনজীবী জানিয়েছেন, তাকে ফ্রান্সে পাঠানো হবে, তবে তার আগে পুলিশের সঙ্গে তার সহযোগিতা করতে হবে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ফ্রান্সে পাঠাতে প্রায় তিন মাস লেগে যেতে পারে।


প্যারিস হামলায় নিহতদের স্মরণউল্লেখ্য, মলেনবিক শহর থেকে আব্দেসলামকে গ্রেফতার করা হয়। এলাকাটি ইসলামি চরমপন্থীদের গুরুত্বপূর্ণ ঘাঁটি বলে বিবেচনা করা হচ্ছে। পুলিশ মনে করে, প্যারিস হামলার একমাত্র জীবিত ব্যক্তি আব্দেসলাম। ফরাসি কর্তৃপক্ষও তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এছাড়া আরও বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থাও তাকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে আগ্রহী। অন্ততপক্ষে এসব গোয়েন্দা সংস্থা তাকে জিজ্ঞাসাবাদের সার সংক্ষেপ, বিবরণী পেতে চায়।  কয়েকটি গোয়েন্দা সংস্থা নিজেদের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়।
পুলিশ জানিয়েছে, আব্দেসলাম নিজের আসল নামে দুটি প্রাইভেটকার ভাড়া করেন, হোটেল রুম বুকিংও দেন। তিন আত্মঘাতী বোমাহামলাকারীদের গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছেও দেন।
ইউরোপে এ ধরনের নৃশংস হামলায় জড়িত কোনও ব্যক্তিকে সাধারন আদালতে হাজির করার নজির খুব বেশি নেই। এ ধরনের ক্ষেত্রে নিরাপত্তা সংস্থাগুলো আগেই জিজ্ঞাসাবাদ করে। এছাড়া এধরনের সন্ত্রাসী সংগঠনের ব্যক্তিরা গ্রেফতার হওয়ার চাইতে পুলিশের গুলিতে মারা যাওয়ার ঘটনাই বেশি ঘটে।
প্যারিস হামলায় আব্দেসলামের ছোট ভাইয়ের মৃত্যু হয়। আব্দেসলাম সিরিয়াতে যাননি। কিন্তু জানেন আইএসের কোনও ট্রেনিং ক্যাম্পে প্যারিস হামলার পরিকল্পনা করা হয়েছিল। আব্দেসলামের জিজ্ঞাসাবাদে আইএস সম্পর্কিত আরও ব্যাপক তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি, আলজাজিরা।

/এসএ/