ইতালিতে ৯০০ শরণার্থী উদ্ধার, লিবিয়ায় উদ্ধার ৬০০

ইটালির কোস্ট গার্ডরা পৃথক অভিযানে ৯ শতাধিক শরণার্থী উদ্ধার করেছে। শনিবার সিসিলি থেকে তাদের উদ্ধার করা হয়।এ সময় একটি মৃতদেহও উদ্ধার করা হয়।ইটালির কোস্ট গার্ড সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে, লিবিয়া কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় ৬০০ শরণার্থীসহ ৪টি নৌকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি নৌকা ডুবে গেছে। একই সময় চার নারীর মৃতদেহ উদ্ধার করা হয়, আরও অনেক অভিবাসন প্রত্যাশী এখনও নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছে লিবিয়ার নৌবাহিনী।

europe-migrants-rt-220415

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম সবচেয়ে বড় অভিবাসী সংকট মোকাবেলা করছে ইউরোপ। সংকটের দ্বিতীয় বছরে এখনও পর্যন্ত আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে এসেছেন অন্তত ১ দশমিক ২ মিলিয়ন শরণার্থী।

ইটালির কোস্ট গার্ডরা দক্ষিণ উপকূলে শরণার্থীদের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে। উন্নত জীবনের খোঁজে ইউরোপে পাড়ি জমানো অভিবাসীদের বেশিরভাগই গ্রিস হয়েই ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন।

লিবিয়ায় অস্থিরতা অব্যাহত রয়েছে। উপরন্তু ভূমধ্যসাগর হয়ে শরণার্থী পাচারের এই পথ সংকট বৃদ্ধি করছে। লিবিয়ার এই অবস্থা ইউরোপের শরণার্থী সমস্যার তীব্রতা বৃদ্ধি করতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছে ইইউ। লিবিয়া নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাসেম জানান, শনিবারে পৌঁছানো অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই এসেছেন সাব সাহারান আফ্রিকা ও বাংলাদেশ থেকে।

বুধবার থেকে শুক্রবারের মধ্যে অন্তত আরও ৫৫০ শরণার্থী লিবিয়ায় পৌঁছান। তাদের একটি নউকায় আগুন লেগে যায় ও অন্তত ১৭ জন গুরুতর আহত হন বলে জানান কাসেম। এদিকে, ইটালির কোস্ট গার্ড সূত্র জানায়, দুই পৃথক অভিযানে ভূমধ্যসাগর থেকে যথাক্রমে ৩৭৮ ও ১১২ শরণার্থী উদ্ধার করা হয়। তবে এদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত জানায়নি কোস্ট গার্ড। সূত্র রয়টার্স

/ইউআর/বিএ/