ইন্সটাগ্রামে প্রথম ছবি পোস্ট করলেন পোপ

ইন্সটাগ্রামে পোপ ফ্রান্সিসের ছবিপ্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ছবি পোস্ট করলেন পোপ ফ্রান্সিস। হোলি ফাদার হিসেবে তৃতীয় বর্ষপূর্তিতে তোলা ছবিটিতে তাকে প্রার্থনা করতে দেখা গেছে।
ইন্সটাগ্রামে পোপ লিখেছেন, ‘ঈশ্বরের দেখানো দয়া আর কোমলতার পথকে উপজীব্য করে আমি আপনাদের সঙ্গে হেঁটে যেতে চাই।’
ভ্যাটিকান যোগাযোগব্যবস্থার প্রধান ড্যারিও ভিগানো বলেন, ‘ইন্সটাগ্রাম পোপের গল্প বলার ক্ষেত্রে সহায়ক হবে। এর মধ্য দিয়ে যারা পোপ ফ্রান্সিসের কাছ থেকে তার পোপের দায়িত্বজনিত অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান তাহলে তা জানতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘ভ্যাটিকান দৈনিক অবজারভেটরে রোমানোতে প্রকাশিত ছবিগুলোসহ ইন্সটাগ্রামে ছোট ছোট ভিডিও পোস্ট করা হবে যা পোপের নিত্যদিনের জীবনকে বর্ণনা করবে।’
গত মাসে ভ্যাটিকানে ইন্সটাগ্রামের প্রধান এবং প্রতিষ্ঠাতা কেভিন সিসট্রোমের সঙ্গে পোপ ফ্রান্সিসের সাক্ষাৎ হয়। এরপরই ইন্সটাগ্রামে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে উদ্বুদ্ধ হন তিনি। উল্লেখ্য, ইন্সটাগ্রামে ৪০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছেন। এর আগে ২০১২ সালে টুইটারে অ্যাকাউন্ট খোলেন পোপ ফ্রান্সিস। টুইটারে তার অনুসারীর সংখ্যা ৩ কোটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এএফপি
/এফইউ/বিএ/