ট্রাম্পকে ইতিবাচক ভাবছেন ৪০ শতাংশ ভারতীয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারত লাভবান হবে বলে মনে করেন দেশটির ৪০ শতাংশের বেশি নাগরিক। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) এই জরিপ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইন্ডিয়া টুডের পরিচালিত 'জাতির মনোভাব' (মুড অব দ্য ন্যাশন) শিরোনামের ওই জরিপে অংশগ্রহণকারীদের মতামত যাচাই করে দেখা গেছে, মোদি সমর্থক ও তার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে ব্যাপক সমর্থন রয়েছে ট্রাম্পের। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ১৬ শতাংশ মনে করেন, মার্কিন প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে ভারতের ক্ষতির আশঙ্কা রয়েছে।

জরিপে অংশগ্রহণকারী বাকিদের অভিমত, ট্রাম্পের ক্ষমতায় থাকার সঙ্গে ভারতের ভাগ্যের কোনও সম্পর্ক নেই।

ইন্ডিয়া টুডের পক্ষে জরিপটি পরিচালনা করেছে সিভোটার নামক সংস্থা। এর নির্বাচনী বিশ্লেষক যশবন্ত দেশমুখ বলেছেন, জরিপ থেকে বাম ও ডানপন্থিদের মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য ফুটে উঠেছে। আপনি দেখতে পাবেন, ট্রাম্প ও মোদির সমর্থকদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রবণতা রয়েছে।

জরিপে আরও দেখা গেছে, অবিলম্বে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে, ক্ষমতাসীন জোট প্রায় ৪৭ শতাংশ ভোট পেতে পারেন। অন্যদিকে, বিরোধীদলীয় কংগ্রেস জোট পেতে পারে ৪১ শতাংশ ভোট।

গত বছরের নির্বাচনে ১০ বছরে প্রথমবারের মতো ক্ষমতায় যেতে জোটসঙ্গীদের ওপর নির্ভর করতে বাধ্য হয় বিজেপি। তখন থেকে ভারতের অর্থনীতিতে শ্লথগতি সত্ত্বেও তিনটি প্রধান প্রদেশে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে বিজেপি জোট।