রক্তপিপাসু ছোট্ট পাখি! (ভিডিও)

অনেক সময় খুব সুন্দর প্রাণিও হতে পারে খুবই হিংস্র। তেমনই এক প্রাণি শ্রাইক। চিলজাতীয় এই পাখিটির আকার নিতান্তই ছোট্ট। চোখের চারপাশের কালো পালকের কারণে কার্টুনের রাগী পাখির মত দেখায়। দেখতে যতো সুন্দরই হোক ইঁদুর, সরীসৃপ ও পোকামাকড়ের জন্য শ্রাইক এক বিভীষিকার নাম।

শ্রাইকের মধ্যে রয়েছে অন্তত ৩০টি প্রজাতি। এরা শিকার ধরেই প্রথমে মেরে ফেলে। শিকারকে হত্যা করার জন্য ব্যবহার করে নিজেদের তীক্ষ্ণ ঠোঁট।

বন্যপ্রাণি পরিবেশবিজ্ঞানী ক্যারোলা হাস বলেন, ‘শ্রাইক যে সব প্রাণি শিকার করে, সবসময় সেগুলো খেতে পারে না। কিন্তু শিকার করা শুধু খাওয়ার জন্যই নয়। যে পুরুষ শ্রাইক ভালো শিকার করতে পারে তার চাহিদা নারী শ্রাইকদের মধ্যে বেশি থাকে। বলা চলে শিকার করা শ্রাইক সমাজে পুরুষের শৌর্যবীর্যের বিজ্ঞাপন।’

ভিডিও:

সূত্র: হাফিংটন পোস্ট

/ইউআর/এএ/